প্রতিষ্ঠান প্রধানের বাণী
মোঃ আনিছুর রহমান
প্রধান শিক্ষক
রাজশাহী জেলার বাগমারা উপজেলাস্থ নরদাশ ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী সৈয়দা ময়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠান অঙ্গনে প্রবেশ করলেই এর শান্ত, স্নিগ্ধ ও মনোরম প্রাকৃতিক পরিবেশ, সবুজ বৃক্ষের সমারোহ যে কোন মানুষকে অভিভূত করে। প্রতিষ্ঠানটির শিক্ষার গুনগত মান, পরীক্ষার ফলাফল, সহ-পাঠ কার্যক্রম, শান্ত, স্নিদ্ধ পরিবেশ অতি দ্রুত প্রতিষ্ঠানটির খ্যাতি সমগ্র রাজশাহী জেলায় ছড়িয়ে দিয়েছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে বহু শিক্ষার্থী আজ বিভিন্ন ক্ষেত্রে ও অঙ্গনে আলো ছড়াচ্ছে। আমি চাই, এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে ছাত্রীরা আলোকিত মানুষ হিসাবে দেশের ও জাতীর কাছে নিজেকে পরিচিত করবে। ডিজিটাল বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসাবে পরিচিত করতে প্রয়াস পাবে। প্রতিষ্টানটির মনোগ্রামে তাই প্রকাশ পেয়েছে ।
আগামী দিনে প্রতিষ্ঠানটির অগ্রগতি সহ সার্বিক সাফল্য কামনা করছি ।